৩০ মে থেকে শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেট। এইবার অংশ নেওয়া আগের পাঁচ আসরের চেয়ে এবার বাংলাদেশের স্বপ্ন ও প্রত্যাশাটা অনেক বেশি। আর তাই বাংলাদেশ দল ও ভক্তদের উৎসাহ দিতে গানও তৈরি হচ্ছে অনেক। এম এ সিদ্দিকী বাপ্পি তৈরি করেছেন ‘মাতিয়ে দেবো ’ শিরোনামের একটি গান। কথা ও সুরের পাশাপাশি অর্নব দাস এর সাথে গানটিতে কণ্ঠ দিয়েছেন বাপ্পি নিজেও। গানটি কম্পোজ করেছেন সুমন বড়ুয়া। গানটির ভিডিও নির্মাতা আহসান আহমেদ । সিলেটের জনপ্রিয় ইউটিউব চ্যানেল Mr bangali তে গানটি রিলিজ হয়েছে। গানের কথায় বাংলাদেশ দলকে উজ্জীবিত করার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা গানটি পছন্দ করবেন বলে বিশ্বাস বাপ্পির।