যশোর মণিরামপুর প্রতিনিধিঃযশোরের
মণিরামপুরের মিলন হোসেন (৩৮) নামে এক যুবক।সংসারে একটু স্বচ্ছলতার আশায়
মাত্র ১৪ দিন আগে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন সুখতো হলোই না উল্টো পরিবারের
সবাইকে কাঁদিয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) লাশ হয়ে দেশে ফিরলেন তিনি।মিলন
উপজেলার রোহিতা ইউপির পট্টি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এক বছর আগে
শিউলি খাতুন নামে এক নারীকে বিয়ে করেন তিনি।স্থানীয় ইউপি সদস্য আমিনুর
রহমান আমিন জানান, চলতি মাসের এক তারিখে মালয়েশিয়ায় পাড়ি দেন মিলন। সেখানে
দেশটির রাজধানী কুয়ালালামপুরের কেলাং শহরে নির্মাণ শ্রমিকের কাজে যোগ দেন
তিনি। সোমবার (১১ নভেম্বর) সকালে কাজ শুরু করার পর হঠাৎ বুকে ব্যথা অনুভব
করেন তিনি। এরপর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করলে ওইদিন সন্ধ্যায়
মৃত্যু হয় তার। আজ (বৃহস্পতিবার) দুপুরে মিলনের মরদেহ তার গ্রামের বাড়িতে
আনা হয়।তিনি আরও বলেন, এর আগেও ১৫-১৬ বছর মালয়েশিয়ায় কাজ করেছেন মিলন। দুই
বছর আগে তিনি বাড়িতে ফেরেন। এরপর শিউলিকে বিয়ে করেন। এলাকায় বিভিন্ন কাজ
করে সংসার ভালো না চলায় আবার মালয়েশিয়ায় চলে যান জমান।