আপডেট: এপ্রিল ২০, ২০১৯
নেত্রকোনা প্রতিনিধি, মোঃ আলম, তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে মারাদিঘী গ্রামের কিছু বখাটে ছেলে টেংগা গ্রামের দুজনের মাথা ফাটিয়ে দেয়।
তারা এখন গুরুতর আহত হয়ে নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গ্রাম্য চিকিৎসক কালাম বাজারে গিয়ে দোকান খোলার সময় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় কিছু বখাটে ছেলে এবং তাদের কে সাহায্য করে এলাকাবাসী।
এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, মামলার প্রধান আসামী বাবু।
গ্রামবাসী জানায় হামলার ঘটনায় বাবু কে সহযোগীতা করে লালন, পাভেল, অজয়, মামুন, এনায়েত, হুমায়ূন, রাসেল, রাশিদ, ইন্জিল, নয়ন, বিল্লাল সহ আরো অনেকেই।
টেংগা গ্রামবাসী এই বর্বরতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছে।
এখন দুই এলাকার মধ্য অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে।