আপডেট: মে ২, ২০১৯
সোহাগ হোসেন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর দুমকিতে বেতন থেকে অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের শতকারা ১০ ভাগ কর্তণের প্রজ্ঞাপন বাতিল দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারী শিক্ষক কর্মচারী ফেডারেশন।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার বিশ্ববিদ্যালয় স্কয়ারে দুমকি-বাউফল মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলা শিক্ষক কর্মচারী ফেডারেশনের আহবায়ক অধ্যক্ষ মো. জামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে জেলা শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি মো: দেলোয়ার হোসেন দুলাল প্রধান অতিথি ছিলেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, সাংগাঠনিক সম্পাদক মো: মজিবুর রহমানস সদস্য মো. আবু ইউসুফ, মাওলানা মো. হারুন অর রশিদ, মাও আবদুস সালাম প্রমুখ। বক্তারা অবিলম্বে প্রজ্ঞাপন বাতিল পূর্বক শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি পূরনের জন্য শিক্ষাবান্ধব সরকারের শিক্ষামন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জরুরী হস্তক্ষেপ দাবি করেছেন।