আপডেট: মে ১৯, ২০১৯
সোহানুর আহম্মেদ (হরিনাকুন্ডু প্রতিনিধি)
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে ১৮/০৫/১৯, এ বছর এস এস সি এবং সমমান পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন হরিনাকুন্ডু শাখা । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হরিনাকুন্ডু উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সাইফুর রহমান বাদল, বাংলাদেশ মুজাহিদ কমিটি হরিনাকুন্ডু উপজেলা শাখার সদর আব্দুল মুত্তালিব, ঝিনাইদাহ জেলা শাখার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ রাসেল হোসেন, এবং হরিনাকুন্ডু উপজেলা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান নাইম, সহ সভাপতি মোহাম্মদ মোজাহিদ হোসেন, সাধারন সম্পাদক আব্দুর রহমান, সহ আরো দলীয় অন্যান্য কর্মী ও সদস্য গন।উক্ত অনুষ্ঠানে হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন স্কুল এবং মাদরাসা থেকে উপস্থিত হয়েছিলেন এস এস সি বা সমমানের পরীক্ষার্থী। অনুষ্ঠান শেষে তারা বলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের এই অনুষ্ঠানে তারা অত্যান্ত আনন্দিত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ হরিনাকুন্ডু উপজেলা শাখার সভাপতি বলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন হরিনাকুন্ডু উপজেলা শাখার কর্মীরা যে অনুষ্ঠানের আয়েজন করেছে তার মাধ্যমে ছাত্রদের মধ্যে ইসলামের দাওয়াত পৌছাবে এবং, ছাত্রদের লেখা পড়ার উপর আলাদা আকর্ষন সৃষ্টি করবে।।