আপডেট: জুন ২, ২০১৯
রিয়ান আলম সাগর, নেত্রকোনা প্রতিনিধি // ডলফিন বাংলাদেশের বিলুপ্ত হওয়া প্রাণীদের মধ্যে অন্যতম।বাংলাদেশ থেকে এই প্রানীটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে বলেই অনেকে মনে করে থাকেন। কিন্তু মোহনগঞ্জ এর গাগলাজোর বাজারের পাশ ঘেষে চলে যায় ধনু নদী। সাম্প্রতিক এই নদীতে দেখা মিলছে ডলফিনের। এলাকাবাসী দাবী করছে যদি সরকার এই প্রানীটা সংরক্ষনের জন্য ব্যবস্থা গ্রহন করে তবে এই প্রানীটার প্রজজন টিকিয়ে রাখা সম্ভব। এলাকাবাসীর দাবী এই প্রানীটার প্রজজন টিকিয়ে রাখার জন্য সরকার দ্রুত পদক্ষেপ গ্রহন করবে।