আপডেট: জুন ৩০, ২০১৯
কক্সবাজারের পেকুয়ায় উপজেলার টইটং ইউনিয়নের একটি মাদ্রাসার
বেতন বকেয়া থাকায় সামি (৭) নামের ছাত্রকে নির্দয়ভাবে পিঠিয়েছেন শিক্ষক
নামধারী এক অমানুষ। অসুস্থ থাকার কারনে দু’দিন মাদ্রাসায় অনুপস্থিত ছিল
সামি।
আজ রবিবার (৩০) জুন
সকালে সামির নানা জসিম উদ্দিন সামিকে সাথে নিয়ে মাদ্রাসায় আসেন। বেতন
বকেয়া ছিল সামির। শিক্ষক হাফেজ মুছা বেতন বকেয়া থাকায় ওই ছাত্রকে বেদড়ক
পিটিয়ে মারাত্বক জখম করে। এতে সামি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
সামি উপজেলার টইটং আরবীয়া জামিয়াতুল উলুম মাদ্রাসা ও হেফজ খানার ছাত্র ও টইটং ছনখোলার জুম গ্রামের আবু তাহেরের ছেলে।
তবে বিষয়টি ধামা চাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে একটি পক্ষ।
অবিলম্বে
ছাত্র নির্যাতনকারী মাদ্রাসা শিক্ষক নামধারী অমানুষ মুছাকে গ্রেফতার করে
আইনের মুখোমুখি করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।