মিরাজ(বামনা প্রতিনিধি) ঘোপখালী নতুন বাজার থেকে সোনাখালী,বামনা,ডৌয়ালতা,আমুয়া,কাকচিরা,মঠবাড়িয়া বাজারে যাতায়েত করার একমাএ রাস্তা। তাই রাস্তাই জদি সমস্যা থাকে,মানুষের হয় কি হাল।ঠিক এমনটি হয়েছে ঘোপখালী একটি ব্রিজে।বার বার ভাঙ্গলেও ব্রিজটি এলাকার মানুষেরা মেরামত করে।
কিন্তু এইবার আর এলাকার মানুষেরা ধরছেনা। এথেকে আমরা সাধারণ মানুষেরা পরছি বিপদের মুখে।বিভিন্ন গাড়ি করছে এক্সিডেন্ট, কত মা থাকবে চিন্তিত,বাচ্ছা বিদ্যালয়ে থেকে কখন আসেবে। কারন,বিদ্যালয়,মাদ্রাসায় যেতে হলে এই ব্রিজ থেকে যেতে হয়। তাই এলাকাবাসীর দাবী ব্রিজটি মেরামত করার।।জেলা প্রতিনিতিদের কাছে।।