আপডেট: জুলাই ১১, ২০১৯
কুষ্টিয়া জেলা প্রতিনিধি :রাকিবুল ইসলাম:
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২শ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে কুষ্টিয়া পুলিশ সুপারএস.এম তানভীর আরাফাত পিপিএম (বার) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া’র এসআই সাহেব আলীসহ সংগীয় অফিসার ফোর্সসহ কুমারখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ২শ পিচ ইয়াবাসহ কুষ্টিয়া কুমারখালী উপজেলার নিয়ামতবাড়ী এলাকার মৃত নূর উদ্দিনের ছেলে বাচ্চু শেখ আটক করে। এরিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত বাচ্চু শেখের বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছিল।