আপডেট: জুলাই ১৯, ২০১৯
উমর ফারুক আজাদ\\চকরিয়া
২০১৯ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল বুধবার প্রকাশিত হয়েছে। ঘোষিত ফলাফলে এবার চকরিয়া উপজেলার ৬টি কলেজের মধ্যে উপজেলা পর্যায়ে সেরা হয়েছেন চকরিয়া বিশ^বিদ্যালয় কলেজ। চলতি বছর চকরিয়া বিশ^বিদ্যালয় কলেজের পাসের হার (৫৯.৩২%)। মোট ৬৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৮৫ জন। তারমধ্যে মানবিক বিভাগে ৩৬৯ জনের মধ্যে পাশ করেছে ১৯৮জন, বাণিজ্য বিভাগে ২২৫ জনের মধ্যে পাশ করেছে ১৪৬জন ও বিজ্ঞান বিভাগে ৫৮ জনের মধ্যে পাশ করেছে ৪১জন। উপজেলার অন্য কলেজ গুলোর তুলনায় চকরিয়া কলেজ এবছর আশানুরূপভাবে ভালো ফলাফল করেছে।
প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দ্বিতীয় অবস্থানে আছে ডুলহাজারা কলেজ। এ কলেজ থেকে ৬৭৬জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৩৫৪ জন। পাশের হার (৫২.৩৭%)। ততৃীয় হয়েছেন চকরিয়া আবাসিক মহিলা কলেজ। পাশের হার (৫০.২৮%। ৫৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৭০জন। চতুর্থ অবস্থানে আছেন বদরখালী কলেজ। ২৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৭ জন। পাশের হার (২৭.৫৭%)। এরপর রয়েছেন চকরিয়া কমার্স কলেজ। তাদের কলেজ থেকে ৬১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন ১৩ জন পাস। পাশের হার (২১.৩১%)। একেবারে হতাশাব্যাঞ্জক ফলাফল করেছে চকরিয়া সিটি কলেজ। তাদের পাশের হার (৯.৩২%)। ১১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র ১১ জন।