আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯
জুনায়েদ খান/গাজীপুর।
এসো
হে নবীণ..নতুন স্বপ্ন নিয়ে” এই স্লোগানকে সামনে রেখে, গাজীপুর মহানগরের
চান্দনা উচ্চবিদ্যালয় ও কলেজের নবীণ বরণ-২০১৯ অনুষ্ঠিত হয়।
উক্ত
নবীণ বরণ অনুষ্ঠানে, চান্দনা স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি,
আব্দুল হালিম সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন,শিক্ষা উপমন্ত্রী, মহিবুল হাসান চৌধুরী( নওফেল)-এম.পি, বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন,এ্যাড.আজমত উল্লাহ খান ও এ্যাড.মোঃজাহাঙ্গীর আলম,
গাজীপুর সিটি মেয়র। আরও উপস্থিত ছিলেন জি সি সি র ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম সহ আরো অনেকেই।
এ
সময়, চান্দনা উচ্চবিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে শিক্ষা
উপমন্ত্রীর কাছে এই স্কুল কে সরকারি করণ করার দাবী জানানো হয়।