২৯, অক্টোবর, ২০২০, বৃহস্পতিবার | | ১২ রবিউল আউয়াল ১৪৪২

দেবীদ্বারে দুস্থ্য হতদরিদ্রের কর্মসংস্থানে সেলাই মেসিন ও ছাগল বিতরন

আপডেট: অক্টোবর ৪, ২০১৯

  • Facebook Share
দেবীদ্বারে দুস্থ্য হতদরিদ্রের কর্মসংস্থানে সেলাই মেসিন ও ছাগল বিতরন

(দেবিদ্বার প্রতিনিধি, কুমিল্লা:):দুস্থ্য, অসহায়, হতদরিদ্র, মানুষের কর্মসংস্থানে সেলাই মেশিন, ছাগল ও আর্থিক সহযোগীতা প্রদান সহ শিক্ষা বঞ্চিতদের শিক্ষার আলো জ্বালাতে হাত বাড়িয়ে দিয়েছেন ‘শিবনগর মানব কল্যাণ সোসাইটি’। শুক্রবার সকালে দেবীদ্বার উপজেলার ‘শিবনগন মানব কল্যাণ সোসাইটি’ কর্তৃক ওই কর্মসূচী পালন করা হয়।শিবনগর মানব কল্যাণ সোসাইটি’র কার্যালয়ের সামনে দরিদ্র অসহায়দের মধ্যে সেলাই মেসিন, গবাদী পশু ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ লিটন সরকার’র সভাপতিত্বে এবং মোঃ রুহুল আমিন’র উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আক্তার হোসেন, মোঃ নুরুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম খোকা, মোঃ ছিদ্দিকুর রহমান মাষ্টার, মোঃ ছিদ্দিকুর রহমান(অবঃ অডিটর), মোঃ আজিজুর রহমান, মোঃ লিটন ও মোঃ রাসেল সরকার প্রমূখ।অনুষ্ঠানে ১০ পরিবারকে ১০টি ছাগল, ৩ পরিবারেকে ৩টি সেলাই মেসিন এবং ৩বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীকে ৩হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ লিটন সরকার বলেন, এলাকার দুস্থ্য, অসহায়, হতদরিদ্র, মানুষের কর্মসংস্থানে বেকারত্ব ঘূচাতে ‘শিবনগর মানব কল্যাণ সোসাইটি’ প্রতিষ্ঠা হয়। সংগঠনটি এলাকার দেশ- বিদেশে অবস্থানরত কর্মজীবী ও ব্যাবসায়িদের সহায়তার স্থানীয় যুবসমাজের উদ্যোগে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে এলাকার দরিদ্র নারী ও পুরুষদের কর্ম সংস্থানে সেলাই মেসিন, পশুপালনে পশু সরবরাহ, শিক্ষা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তাদান সহ বিভিন্ন উপকরণ সরবরাহ, অসুস্থ্য দরিদ্র রোগীদের চিকিৎসার ব্যয়ভার, কণ্যাদায়গ্রস্থ্য পিতার কণ্যা বিবাহে সহযোগীতা এবং এলাকার রাস্তাঘাট সংস্কারে অভূতপূর্ব অবদান রেখে আসছে। তিনি আরো জানান, মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে, যৌতুক প্রতিরোধ, ইভটিজিং, নারী নির্যাতন, জঙ্গীবাদ দমনেও সভা সমাবেশ, সেমিনারে এলাকার মানুষজনকে সচেতন করে আসছে।