আপডেট: অক্টোবর ১৪, ২০১৯
আল-আমিন মামুন, চরফ্যাশন প্রতিনিধিঃ-চরফ্যাশন বাজারের জনতা রোডে লক্ষীপুজার আতশবাজির পটকা নিক্ষেপ অবশেষে প্রান গেল মোঃ আজাদ (২৮) নামের এক যুবকের। তার পিতার নাম ফারুক কবিরাজ। জনতা রোডে তার আয়ুর্বেদিক ঔষধের ব্যবসা রয়েছে। ফারুক কবিরাজের আত্মীয় মৎস্যজীবিলীগ নেতা আলম মাঝি জানায়,গতকাল রবিবার ১৩অক্টোবর দুপুর আড়াইটায় ঔষধের দোকানের পিছনে কাজ করছিল মোঃ আজাদ। এসময় হিন্দু যুবকরা পাশেই আতশবাজি ফুটায়। আতশবাজির পটকা পাশে রাখা একটি ড্রামে আগুন লেগে মুহুর্তেই মোঃ আজাদের গায়ে লেগে আগুনে পুড়ে যায়।স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করে।কর্তব্যরত ডাক্তাররা তাকে বরিশালে রেফার করে। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে ১৪অক্টোবর ভোর ৪ টায় আজাদ মৃত্যুরকোলে ঢলে পড়ে।