আপডেট: অক্টোবর ২৩, ২০১৯
ঝিনাইদহের মহেশপুরে ৫৮ ব্যাটেলিয়ন বিজিবির বিশেষ অভিযানে গত তিনদিনে ৮৭৪ বোতল ফেন্সিডিল আটক। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে খালিশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ রাজাপুর বিওপি চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার মানিকপুর বাঁশবাগানের মধ্যে হতে মালিকবিহীন অবস্থায় ৪৫৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। অন্যদিকে খালিশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ শ্যামকুড় বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবুল বাশার এর নেতৃত্বে মাইলবাড়ীয়া গ্রামের ঈদগাহ মাঠের মধ্যে হতে মালিকবিহীন অবস্থায় ২২৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। এছাড়া খালিশপুর লড়াইঘাট বিওপি শ্যামকুড় মাঠের মধ্যে হতে মালিকবিহীন অবস্থায় ১৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, চোরাচালান বিরোধী অভিযান অব্যহত থাকবে।