আপডেট: নভেম্বর ৭, ২০১৯
মোঃ জাকির হোসেনঃ জেলা প্রতিনিধি৷ মৌলভীবাজার। মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ এর নির্দেশনায় পুলিশ ও কমিউনিটি পুলিশের টহল জোরদার করায় বড়লেখা উপজেলায় দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ।
বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার লক্ষীছড়া জঙ্গল চা বাগান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃত ডাকাতরা হলেন, হবিগঞ্জ জেলার বানিয়াচং এলাকার মৃত ধলাই মিয়ার ছেলে আব্দুল ওয়াদুদ (৩৫),বড়লেখা উপজেলার জুতিবন্ধু গ্রামের ইয়াসির আলীর ছেলে জুয়েল আহম্মদ(৩০)ও বড়লেখা উপজেলার গজভাগ এলাকার আব্দুর রউফ এর ছেলে জহির উদ্দিন (৩৬)।বড়লেখা থানার এএসআই জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লক্ষীছড়া জঙ্গল চা বাগান এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিন ডাকতকে আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে গ্রীলকাটার মেশিন,ধারালো দা,সাবল ও তাদের ব্যবহীত মোখুশ উদ্ধার করা হয়।তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে।