আপডেট: নভেম্বর ১৪, ২০১৯
ভোলা প্রতিনিধিঃ-মোঃ-জাফর ইসলামঃঃ- ভোলায় দুটি যাএীবাহী লঞ্চ থেকে ৩০ মণ জাটকা ইলিশ গতকাল ১৩নভেম্বর বুধবার রাতে আটক করেছে কোস্টগার্ড।জব্দকৃত জাটকা ইলিশের মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছেন।দক্ষিন জোনের অপারেশন অফিসার লে. ওয়াসিম আকিল জাকির জানান, গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী তাসসিফ-৪ ও ফারমান-১ লঞ্চে অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। জব্দকৃত জাটকা বৃহস্পতিবার সকালে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।