আপডেট: নভেম্বর ২৩, ২০১৯
আবুল কালাম, বেলাব প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেন বেলাব উপজেলা ছাত্রদল ।
আজ শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০.০০ মিনিটে বারৈচা বাসষ্ট্যান্ডে এ
অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন কারাবন্দী দেশনেত্রী
বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বিশেষ দোয়া
করা হয়।বেলাব উপজেলা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা মোঃআব্দুল কাদির জিলানী
রাকিবের সভাপতিত্বে,মোঃ মোবারক হোসেনের পরিচালনায় , উক্ত অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন মোঃকাসেমুর রহমান সহ-সভাপতি ঢাকা মহানগর উত্তর
ছাত্রদল,মোঃজাকির হোসেন সভাপতি বেলাব উপজেলা সাইবার দল,ডাঃমোবারক
হোসেন,মোঃমাহালম আহম্মেদ, আজিজুল হক রুবেল(ভিপিএস), মো: আলমগীর
পাঠান,মোঃফরহাদ, মোঃনাঈম,মোঃমিঠুন মিয়া,সরদার ওয়াসিম আকরাম,
মোঃসোপান,জাকারিয়া,সোহেল, সাব্বির, সহ বেলাব উপজেলা ছাত্রদলের নেতারা
উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সবাই জন্মদিন উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা ও
অভিনন্দন জানান এবং তার সুস্বাস্থ্য কামনা করেন।