আপডেট: ডিসেম্বর ৩, ২০১৯
জুনায়েদ খান/গাজীপুর।
গাজীপুরের কোনাবাড়ী কুদ্দুস নগর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাজ থেকে ১৫ হাজার ৬শত পিস ইয়াবা, ৪টি মোবাইল সেট নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে ।সোমবার রাতে জিএমপি’র সিনিয়র সহকারী সোহরাব হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালানা করে কোনাবাড়ি থানা পুলিশ।আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার রৌমারী থানার ইছাকুরী গ্রামের মৃত সাইদুর রহমান এর ছেলে মনিরুজ্জামান মিলন (২৮) একই থানার বানিরচর এলাকার আঃ বারেক মিয়ার ছেলে নাজমুল হুদা (২৪) পুলিশ সূত্রে জানা গেছে, মাদক উদ্ধারে রাত্র এগারোটার দিকে কুদ্দুস নগর এলাকায় অভিযান চালানো হয়। তারা উভয়ই কুদ্দুস নগর এলাকার আকবর মোল্লার বাড়ির ভাড়াটিয়া। সহকারী পুলিশ কমিশনার সোহরাব হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।