আপডেট: ডিসেম্বর ১০, ২০১৯
ঝিনাইদহের কালীগঞ্জে রোকেয়া দিপশিখা পরিষদ, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড, প্রত্যাশা ২০২১ ফোরাম ও ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার সংগঠনের আয়োজনে মহিয়সী নারী বেগম রোকেয়ার ১৩৯ তম জন্ম ও মৃত্যু বার্ষিকীতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদের মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে এ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা, শিল্পকলা একাডেমীর প্রভাত ব্যানার্জী, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের এরিয়া কো-অর্ডিনেটর সোহেল আহমেদ খান, প্রোগ্রাম অফিসার এসএম শাহিন, সহকারী প্রোগ্রাম অফিসার কিশোর কুমার কাজল, প্রত্যাশা ২০২১ ফোরামের আহ্বায়ক নুরুজ্জামান বিশ্বাস, , দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান আলী বিপাশ, যায়যায় দিনের তারেক মাহমুদ, দৈনিক যুগান্তরের শাহরিয়ার আলম সোহাগ, দোয়েল মুক্ত স্কাউট গ্রুপের পল্লব কুমার মৈত্রেয় ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সহসভাপতি দিবস কুমার পাল,সাধারন সম্পাদক তানভীন স্বাধীন,সাংগঠনিক সম্পাদক রাব্বী হোসেন, সুধীজন,নারী সংগঠক,ছাত্র,যুবক । মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে অংশগ্রহন করেন।