আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২০
ফরিদপুর প্রতিনিধি ঃ
সবকিছু ঠিকঠাক থাকলে ফরিদপুরের চরভদ্রাসনে আগামী ২৯ মার্চ উপজেলা পরিষদের উপনির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিস বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ ফেবব্রæয়ারি, মনোনয়নপত্র বাছাই হবে ১ মার্চ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ মার্চ।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলা পরিষদের সাবেক প্রয়াত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারফ হোসেন মুশা গত ২২ অক্টোবর হ্নদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করলে পদটি শূন্য হয়।
এদিকে, উপজেলা পরিষদের উপনির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের প্রার্থীরা রাতদিন জনসংযোগ ও ভোটারদের বাড়ি বাড়ি ভোট চেয়ে ব্যস্ত সময় পার করে চলেছেন।