আপডেট: মার্চ ১১, ২০২০
রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় আইনজীবীদের মতবিনিময় করলেন পটুয়াখালী-৪, কলাপাড়া-রাঙ্গাবালী আসনের সাংসদ অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান। মঙ্গলবার রাতে সাংসদের স্থানীয় বাস ভবনে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো: মজিবুর রহমান চুন্নু, সম্পাদক অ্যাডভোকেট আ: ছালাম মিয়া, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক প্রমুখ বক্তব্য রাখেন।
সংসদসদস্য অধ্যক্ষ মুহিবআইনজীবীদের সংগে মতবিনিময় তাঁর বক্তব্যে বলেন, কলাপাড়া উপকূলীয় এলাকার বিচার প্রার্থী মানুষের পক্ষে আইন সহায়তা দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সকল আইনজীবীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহŸান জানান। এছাড়াও তিনি আইনজীবীদের পাশে থেকে আদালতের নতুন ভবন স্থাপনে সহায়তাসহ বিভিন্ন চলমান সমস্যা সমাধানে তাদের সংগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় কলাপাড়ায় কর্মরত সকল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ও সিনিয়র সহকারী জজ আদালতের আইনজীবীরা উপস্থিত ছিলেন।