আপডেট: এপ্রিল ২, ২০২০
নাজমুল হোসেন রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ
সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে রানীশংকৈল উপজেলা প্রশাসন ত্রাণ বিভাগ। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা প্রতিরোধের অংশ হিসাবে সরকারী নির্দেশনা অনুযায়ী গত ২৬ মার্চ থেকে নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সব ধরনেরদোকান পাট বন্ধ করায় বিপাকে পড়েছে শ্রমজীবি মানুষেরা। বিপাকে পড়া শ্রমজীবি মানুষদের সরকারী ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সরকার। তারই অংশ হিসাবে,, ১ এপ্রিল বুধবার বিকালে ধামের হাট নামক স্তানে উপজেলার রাতোর ইউনিয়নের দিন মুজুর,, ভেন চালক, অসহায় ছিন্নমূল ব্যাক্তিদের এক মিটার দূরত্ব বজায় রেখে ৩৮০ জন মানুষের মাঝে খাবার বিতরণ করেন রানীশংকৈল উপজেলায় প্রশাসন, এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, রানীশংকৈল উপজেলা নিবার্হী অফিসার মৌসুমি আফরিদা, নিবার্হী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা,ভাইস চেয়ারম্যান সোহেল রা,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম,প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম সহ ইউনিয়ন পরিষদের সদস্য গণ উপস্তিত ছিলেন।