আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৮
বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলার পূর্ব মুড়িয়ার সারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্মৃতিসৌধে প্রথম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। রবিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের প্রথম প্রহরে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মু. নজরুল ইসলামের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সদস্য ফখরুল ইসলাম চৌধুরী, মুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সেলিম উদ্দিন আহমদ, মুড়িয়া ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহিদ সেলু, পূর্ব মুড়িয়া যুবলীগের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক সুলতান আহমদ টিপু, সহ সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, মুড়িয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোজাক্কির হোসেন বাবর, সাংবাদিক আহমদ রেজা চৌধুরী এবং উপজেলা ও স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।