১০, মে, ২০২১, সোমবার | | ২৮ রমজান ১৪৪২

দুস্থ অসহায়দের কল্যাণে কিছু করতে পারাটাই আমাদের তৃপ্তি : যুগ্ন সচিব রফিকুল ইসলাম

আপডেট: জানুয়ারি ১৮, ২০১৯

  • Facebook Share
দুস্থ অসহায়দের কল্যাণে কিছু করতে পারাটাই আমাদের তৃপ্তি : যুগ্ন সচিব রফিকুল ইসলাম

সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি:

“গ্রাম উন্নয়নে করব কাজ, মহৎ প্রানের শপথ আজ” “মহৎপুরের গ্রামবাসী, মহতী কাজের পাশাপাশি” এই শ্লোগান কে সামনে রেখে মহৎপুর কল্যান সংস্থার আয়োজনে সুস্থ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৮ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলার মহৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মহৎপুর কল্যাণ সংস্থার সভাপতি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রফিকুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সুফী আলহাজ্ব শেখ আতাউর রহমান, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, মহৎপুর কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কুড়িগ্রাম উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল্লাহ আবু সাঈদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, অধ্যাঃ আব্দুল হান্নান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ্ব খাঁন আহছানউল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহসান, মহৎপুর কল্যাণ সংস্থার যুগ্ন সম্পাদক জিএম আতিয়ার রহমান, কোষাধ্যক্ষ শহিদ হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ সরকারী স্কুলের সহকারী শিক্ষক শেখ আবু আব্দুল্লাহ। অনুষ্ঠানে মহৎপুর গ্রামের ১১৫জন দুস্থ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। মহৎপুর কল্যাণ সংস্থার উন্নয়ন কল্পে কাজী বনানী রহমান ২০ হাজার টাকা ও মিসেস মনোয়ারা খাতুন ৫ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেন। এসময় সভাপতির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী ও কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কালিগঞ্জের কৃতি সন্তান রফিকুল ইসলাম বলেন সমাজের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কিছু করতে পারাটাই আমাদের তৃপ্তি। আমরা সেই লক্ষেই বিভিন্ন শ্রেণি পেশায় কর্মরতদের সমন্বয়ে ২০১৪ সালে মহৎপুরে গঠন করা হয়েছে ‘‘মহৎপুর কল্যাণ সংস্থা’’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রচন্ড শীতের দিনে অসহায় ১শ১৫ জনের মাঝে কম্বল বিতরণ করতে পেরে আমরা খুশি হয়েছি। জন কল্যাণে এ সংস্থাটি আগামীতেও কাজ করে যাবে। অনুষ্ঠানের প্রধান অতিথি কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন নিজ নিজ অবস্থান থেকে সমাজের অবহেলিত ও দুস্থদের জন্য কিছু করে যেতে হবে। সেই লক্ষে এই প্রতিষ্ঠানটি অল্পদিনের মধ্যোই আলোকিত প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। কালিগঞ্জের অনেক গুনি ও কৃতি ব্যক্তিত্বদের নিয়ে গঠিত এ সংস্থাটির আমি যতদুর পারি সহযোগিতা করে যাব।