আপডেট: জানুয়ারি ২৭, ২০১৯
আবু সাঈদ জনি, বেরোবি প্রতিনিধি: দীর্ঘ দিন পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিং চালু করেছে হল প্রশাসন। রবিবার (২৭ জানুয়ারি) দুপুর থেকে ডাইনিং চালু করা হয়।
এর আগে বিভিন্ন কারনে ডাইনিং চালু করতে পারেনি হল প্রশাসন। এটি নিয়ে দৈনিক অধিকারসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
এবিষয়ে শিক্ষার্থীরা জানান, ডাইনিং বন্ধ থাকলে তাদেরকে বিভিন্ন সমস্যায় পরতে হয়। ডাইনিং চালু করায় তারা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
শহীদ মুখতার ইলাহী হল শাখা ছাত্রলীগের সভাপতি হাসান আলী বলেন, দীর্ঘদিন পর ডাইনিং চালু হলো। আমরা আশা করি আর কখনো ডাইনিং বন্ধ রাখবে না হল প্রশাসন।