আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০১৯
সুমন আহম্মেদ ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহ জেলা শহর থেকে শুরু করে গ্রাম্য হাট বাজারে লাইসেন্স বিহিন গ্যাসের দোকান গজিয়ে উঠেছে ব্যাঙ্গের ছাতার মত।খোজ নিয়ে দেখা গেছে অধিকাংম বিস্ফোরন অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই অবাধে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। শুধুমাত্র ট্রেড লাইসেন্স এর বুনিয়াদে ওলড়িং দোকানি থেকে শুরু করে চা দোকান দার , মুদি দোকোনে, ক্রোকারিজ ও কসমেটিক্স দোকান দার পর্যপ্ত খোলামেলা ভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি ও ব্যাহার করছে। ফলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
দোকান গুলোতে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার সংরক্ষণ থাকার নিয়ম থাকলেও অধিকাংশ দোকানেই তার লেশ মাত্র নেই। তথ্য অনুসন্ধানে জানা গেছে জেলার অধিকাংশ বাজারের গ্যাস সিলিন্ডার ব্যবসায়ির সিলিন্ডার বিক্রির বৈধ কোন কাগজ নেই। আবার দু-একজনার থাকলেও গ্যাস সিলিন্ডার রাখার জন্য তেমন গুদাম ঘর নেই। বরং আইনের প্রতি বৃদ্ধাঙ্গলী দেখিয়ে হাটে বাজারে খোলামেলা ভাবেই ছেপটি ছাড়াই গ্যাস সিলিন্ডার বিক্রি করলেও নুন্যতম পরিমান বাজার মনিটারিং নেই। অভীঙ্গ মহল বলছে দূর্ঘটনার আগেই কর্তৃপক্ষ এর যথাযর্থ পদক্ষেপ গ্রহন করবেন।