আপডেট: মার্চ ২২, ২০১৯
স্টাফ
রিপোর্টার : খুলনায় জ্বালানি তেল চুরি করে খুচরা দোকানে বিক্রির সময়
অগ্নিকান্ডে যমুনা তেল কোম্পানির একটি ট্র্যাংকলরী (চট্ট মেট্রো ঢ
৪১-০১৭৪), দোকান ও জ্বালানি তেল পুড়ে গেছে। গতকাল বুধবার দুপুর আড়াই রূপসা
সেতু বাইপাস সড়কের মোস্তর মোড়ের অদূরে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের
খুলনা, টুটপাড়া ও খালিশপুর স্টেশনের ৯টি ইউনিট প্রায় ৫০ মিনিট চেষ্টা
চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার
সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম জানান,
খোলা স্থানে ছাপড়া স্থাপনা তুলে জ্বালানি তেল বিক্রি হচ্ছিলো। যমুনা তেল
কোম্পানির একটি ট্যাংকলরী তেল সরবরাহের সময় আগুন ধরে যায়। পরে আগুন আশপাশে
ছড়িয়ে পড়ে। আগুনে ট্র্যাংক লরী, স্থাপনা ও দোকানে রাখা তেল পুড়ে গেছে। এতে
আনুমানিক ২০-২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।