আপডেট: ডিসেম্বর ১১, ২০১৮
আপডেট:
এম জাবেদ হোসাইন:: ( মীরসরাইপ্রতিনিধি) মীরসরাই উপজেলার বড়তাকিয়া দক্ষিন বাজারে অবস্থিত প্রাচীনতম হযরত জামল শাহ (রাঃ) মাজার এর স্থান পরিবর্তন করা হয়।
মীরসরাই অর্থনীতি অঞ্চলের যাতায়াত এর সু-ব্যবস্থার জন্য বড়তাকিয়া থেকে মীরসরাই অর্থনীতি অঞ্চল পর্যন্ত চার লেইন সড়কের কাজ চলিতেছে। উক্ত কাজে বড়তাকিয়া আবুতোরাব রাস্তার মুখে হযরত জামাল শাহ (রাঃ) মাজার পড়ে, তাই মাজারটি স্থান পরিবর্তন করার সিদান্ত নেন। আজ ১১ ডিসেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে বারটার সময় পশ্চিম পোলমোগরা জামে মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন, হাফেজ মেজবাহ উদ্দিন সহ ওলামা কেরামের উপস্থিত ও জেয়ারত এর মধ্য দিয়ে মাজার টি স্থান পরিবর্তন করে সড়কের কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান । স্থান পরিবর্তন করে বর্তমানে মাজারটি বড়তাকিয়া দক্ষিন বাজার আফরোজা কমিউনিটে সেন্টার এর দক্ষিন পশ্চিম পাশে অবস্থিত।