আপডেট: জুলাই ২৩, ২০১৯
আপডেট:
মো: নয়ন হোসাইন (উল্লাপাড়া প্রতিনিধি):সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলায় ছেলে ধরা কিংবা গলা কাটা গুজবে আতঙ্কিত না হতে পৌর শহরের চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবক মায়েদেরকে সাথে নিয়ে স্বচেতনা মুলক সমাবেশ করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা ২২ শে জুলাই সোমবার সকালে এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,বারোইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উল্লাপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাবেত অভিভাবক মায়েদের নিয়ে এ সমাবেশ করেন তিনি।
মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা জানান, সাম্প্রতিক সময়ে ছেলে ধরা কিংবা গলা কাটা এমন গুজব চলছে দেশ জুড়ে। এ গুজবে কেউ কান দিবেন না, বিশ্বাস করবে না। এ বিষয়ে আপনারা আতঙ্কিত হবেন না মর্মে উপস্থিত মায়েদের নিয়ে সমাবেশ ও সচেতনা মুলক পরামর্শ দিয়েছেন।জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের দিকনির্দেশনা ও পরামর্শ মোতাবেক দলের পক্ষ থেকে তিনি অভিভাবক মায়েদের কাছে উপস্থিত হয়ে, আতঙ্কিত ও ভীরু না হওয়ার পরামর্শ দেন।