মোঃসোলায়মান আলম,(গাজীপুর প্রতিনিধি): আজ ঢাকা উওরা কামার পাড়া তুরাগ তীর সংলগ্ন বেরিবাদ এর উপর এক বেপরোয়া গতির মোটর বাইক একটি যাএীবাহি বাসের সাথে সংগর্ষ হয়।মোটরবাইকটি বাসের নিচে ঢুকে যায়।এতে বাইক চালক কিছুটা আহত হয়।বাইক এর সামনের অংশ বেশি ক্ষতি গ্রস্থ হয়।চালক হেলমেট পড়ে থাকায় বড় রকম এর দুর্ঘটনা থেকে রক্ষা পায়।কামার পাড়া ফাড়ির পুলিশ তাৎক্ষণিক ঘটনা স্থল ছুটে যায় এবং পরিস্থিতি পর্যাবেক্ষন করে।কিছু সময়ের জন্য ঢাকা আবদুল্লাহ্পুর মহাসড়ক জ্যাম এ পড়ে।পরে পুলিশ পরিস্থিতি সাভাবিক পর্যায়ে নিয়ে আসে।