আপডেট: ডিসেম্বর ২৯, ২০১৯
আপডেট:
সামিউল্লাহ,কোতোয়ালী (ঢাকা)
আসন্ন ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও প্রত্যেক ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। রোববার (২৯ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের নাম ওয়ার্ড অনুযায়ী নিচে দেয়া হলো-
১- মাহবুবুল আলমপ; ২- আনিসুর রহমান; ৩ -মাকসুদ হোসেন; ৪-জাহাঙ্গীর হোসেন; ৫-আশরাফুজ্জামান তাজ; ৬-সিরাজুল ইসলাম বাপ্পি; ৭-আব্দুল বাসিত খান; ৮-ইসমাইল; ৯-মোজাম্মেল হক; ১০-মারুফ আহমেদ মনসুর; ১১-হামিদুল হক সাথি; ১২-মামুনুর রশিদ শুভ্র; ১৩-এনামুল হক; ১৪-ইলিয়াসুর রহমান; ১৫-রফিকুল ইসলাম বাবলা; ১৬-নজরুল ইসলাম; ১৭-মাহবুবুর রহমান; ১৮-ফেরদৌস আলম; ১৯-আবুল বাশার; ২০-শরিফ উদ্দিন রতন; ২১-আসাদুজ্জামান; ২২-জিন্নাত আলী; ২৩-মকবুল হোসেন; ২৪-মোকাদ্দেস হোসেন জাহিদ; ২৫-আনোয়ার ইকবাল; ২৬-হাসিবুর রহমান মানিক; ২৭-ওমর বিন আব্দুল আজিজ; ২৮-মোহাম্মদ সালেহী; ২৯-জাহাঙ্গীর আলম বাবুল; ৩০-মোহাম্মদ হাসান; ৩১-শেখ মোহাম্মদ আলমগীর; ৩২-আব্দুল মান্নান; ৩৩- ইলিয়াস রশিদ; ৩৪-মীর সমির; ৩৫-আবু সাইদ; ৩৬-রঞ্জন বিশ্বাস; ৩৭-আব্দুর রহমান নিয়াজী; ৩৮-আহম্মেদ ইমতিয়াজ মান্নাফি; ৩৯-রোকন উদ্দিন আহম্মেদ; ৪০-আবুল কালাম আজাদ; ৪১-সারোয়ার হাসান আলো; ৪২-মোহাম্মদ সেলিম; ৪৩-আলিফ হোসেন; ৪৪-নিজাম উদ্দিন; ৪৫-হেলেনা আক্তার; ৪৬-শহিদুল্লাহ; ৪৭-নাসির আহমেদ ভূঁইয়া; ৪৮-মোহাম্মদ আবুল কালাম; ৪৯-আবুল কালাম আজাদ; ৫০-মাসুম মোল্লা; ৫১-কাজী আরিফুর রহমান; ৫২- মোহাম্মদ নাসিম মিয়া; ৫৩-নূর হোসেন; ৫৪-মোহাম্মদ মাসুদ; ৫৫-নূরে আলম; ৫৬-মোহাম্মদ হোসেন; ৫৭-মোহাম্মদ সাইফুল ইসলাম; ৫৮- শফিকুর রহমান; ৫৯- আকাশ কুমার ভৌমিক; ৬০-লুতফুর রহমান রতন; ৬১-শাহে আলম; ৬২-মুস্তাক আহমেদ; ৬৩-শফিউল ইসলাম খান; ৬৪-মাসুদূর রহমান মোল্লা; ৬৫-শামসুদ্দিন ভূঁইয়া; ৬৬-আরিফ তালুকদার; ৬৭-ফিরোজ আলম; ৬৮-মাহমুদুর হাসান; ৬৯-হাবিবুর রহমান হাসু; ৭০-আতিকুর রহমান; ৭১-খায়েরুজ্জামান; ৭২-শফিউল ইসলাম শামিম; ৭৩-শফিকুল ইসলাম; ৭৪-মোহাম্মদ ফজর আলী; ৭৫-সৈয়দ মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
এর আগে, বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর ধামমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ।