আপডেট: জানুয়ারি ৭, ২০১৯
আপডেট:
বরিশালে সূর্যোদয় কোসিং সেন্টারের শীতবস্ত্র বিতরণ শীতে ফুটুক না একটু অসহায়ের মুখে হাসি। এই হাঁসিকে ফোটাতে বরিশাল শহরের চৌমাথায় অবস্থিত, সূর্যোদয় কোচিং সেন্টারের ২০১৯ সালের এইচ এস সি শিক্ষার্থীবৃন্দের সহযোগীতায় বরিশালের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ৩৫ জন অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্হিত ছিলেন সূর্যোদয় কোচিং এর ৩ য় শাখার পরিচালক ও আই,সি,টি শিক্ষক গাজী হাদীউজ্জামান।তিনি বলেন,এই পৌষের হারভাঙ্গা শীতে রাস্তার ফুটপাতে শুয়ে থাকা অসহায় মানুষের মাঝে একটু উষ্ণতা ছড়িয়ে দাওয়া আমাদের একান্ত কাম্য। কেউ যেন শীতে কষ্ট না পায়। এই লক্ষ্য নিয়ে আমরা বরিশাল শহরের চৌমাথা,লঞ্চঘাট বিভিন্ন যায়গা ঘুরে ৩৫ জন শীতার্ত মানুষের মাঝে ৩৫ টি কম্বল বিতরণ করেছি। এছাড়াও উপস্হিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের একাদশ ও দ্বাদশ শ্রেনির শিক্ষার্থীবৃন্দ। বিশেষ ভাবে সহযোগীতা করেছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী উর্মী,ইতি,উদয়,ইমরান। এভাবে মানবতা বেঁচে থাকুক।আপনিও এগিয়ে আসুন মানবতার সেবায়। এভাবেই দেশ এগিয়ে যাবে সামনের দিকে।