আপডেট: নভেম্বর ১২, ২০১৯
আপডেট:
মো রুবেল (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি) নবেম্বর সোমবার খাগড়াছড়ি জেলার পানছড়িতে আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।৩নং সদর পানছড়ি ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান নাজির হোসেনের সঞ্চালনায় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, সাবেক সাধারণ সম্পাদক ও পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মোমিন,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শ্রীকান্ত দেব মানিক প্রমুখ।বক্তারা বলেন ,বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এ দেশের যুব আন্দোলনের পথিকৃৎ শহীদ শেখ ফজলুল হক মনি ১৯৭২ সালের ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন। তারই পথ অবলম্বন করে আজ পরিশুদ্ধ রাজনীতিতে যুবলীগ এগিয়ে চলছে।
দোয়া ও আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠিা বার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি হয়।