আপডেট: জুলাই ২৮, ২০১৯
আপডেট:
মো: নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে মাইক্রোবাসচাপায় মোটরসাইকেল আরোহী এক শ্রমিক নিহত হয়েছেন। আজ
রবিবার (২৮ জুলাই) সকালে নীলফামারী সদর উপজেলার নীলফামারী-সৈয়দপুর সড়কের
ফুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হাবিবুর রহমান (২২), নিহত
শ্রমিক হাবিবুর নীলফামারী সদর উপজেলার চাওড়া বড়গাছা ইউনিয়নের কাঞ্চনপাড়া
গ্রামের রশিদুল ইসলামের ছেলে। এ সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নীলফামারী সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, নীলফামারী সদর উপজেলার
উত্তরা ইপিজেডে যাচ্ছিলেন ওই তিনজন আরোহি। এ সময় পথে মাইক্রোবাসটিচ তাদের
মোটরসাইকেলে চাপা দেয়। এতে শ্রমিক হাবিবুর ঘটনাস্থলেই মারা যান এবং আহত
হন আরও একজন। ঘটনার পর পরই মাইক্রোবাসচালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ
ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে
হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।